জুমবাংলা ডেস্ক : জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ (৫৫)। গত রবিবার (২৯ ডিসেম্বর) একটি ফিটনেস সেন্টারে বাগদান সম্পন্ন করেন তিনি।
সম্প্রতি সোহেল তাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। পেছনে বাগদান সংবলিত একটি পোস্টারও দেখা যায়।
জানা গেছে, শিমু সোহেল তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেইনার। ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সোহেল তাজের জীবনের সঙ্গে এই বিশেষ অধ্যায়ও জড়িয়ে গেলেন ইনস্পায়ার ফিটনেস সেন্টারের স্মৃতিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির মুহূর্ত শেয়ার করে সবাই সোহেল তাজের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে তিনি ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।