জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) নবনির্বাচিত কমিটির (২০২২-২৪) এর শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আয়ুর্বেদিক ওষুধের বিপুল চাহিদার কথা মাথায় রেখে বর্তমান সরকার এই খাতকে এগিয়ে নিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এখন প্রয়োজন খাত সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অলটারনেটিভ মেডিসিন হিসেবে বাংলাদেশের মানুষ আয়ুর্বেদিক খাত থেকে শতভাগ সেবা পেলে, সেটি হবে বৈপ্লবিক একটি কাজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামা’র নবনির্বাচিত সভাপতি হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লি ড. হাকীম মো: ইউছুফ হারুন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিপিসির কো-অর্ডিনেটর ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান, সাবেক মন্ত্রী, বামা’র সাবেক সভাপতি এ এফ এম ফখরুল ইসলাম মুন্সি, ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহম্মেদ সিদ্দিকী, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা: এস এ এম রেজা-উর রহিম।
অনুষ্ঠানে শপথ পরিচালনা করেন বামা’র বিদায়ী সভাপতি শিবব্রত রায়। স্বাগত বক্তব্য দেন বামা’র সাধারণ সম্পাদক ডা: মো: মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।
উপস্থাপিকার পোশাক নিয়ে মীর সাব্বিরের বিস্ফোরক মন্তব্য, নেটদুনিয়ায় তোলপাড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।