জুমবাংলা ডেস্ক : গত রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে বুয়েটের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লা’শ উদ্ধার করে পুলিশ।
ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পি’টিয়ে হ’ত্যা করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আবরার ফাহাদ হ’ত্যার আরও একটি নতুন ভিডিও প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হ’ত্যাকারীরা দলবেঁধে আবরারের রুমে যায়। এবং তাকে নিজের রুম থেকে ডেকে অন্য একটি রুমে নিয়ে যাচ্ছে। এসময় আবরার কিছুটা আতঙ্কিত ছিল।
এর আগে, সোমবার আরেকটি ভিডিওতে দেখা যায়, অচেতন আবরারকে কোলে তুলে কয়েকজন মিলে করিডোর দিয়ে নিয়ে যাচ্ছে। তবে তার সহপাঠীদের দাবি ওই ভিডিওটিতে পুরো ঘটনা নেই। ভিডিওটি কেটে কিছু অংশ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
আবরারের লা’শ ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার ম’রদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বিশ্ববিদ্যালয়ের বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭ তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।