স্পোর্টস ডেস্ক : আরও একটি নতুন রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এক বছরে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ২৩টি ফিফটির মালিক হলেন তিনি।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেন বাবর। এর মাধ্যমে তিনি সাবেক অধিনায়ক মেসবাহুল হককে ছাড়িয়ে গেলেন। মেসবাহ এক বছরে (২০১৩ সাল) পাকিস্তানের হয়ে ২২টি ফিফটির রেকর্ড গড়েছিলেন।
চলতি বছরে ২৩টি ফিফটির মধ্যে বাবর আজমের ৭টি সেঞ্চুরিও রয়েছে। এ বছর বাবর টেস্টে ৯টি, ওয়ানডে ৮টি ও টি-২০-তে ১০টি মোট ২৩টি হাফসেঞ্চুরি করেছেন।
বিশ্ব ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি ফিফটির মালিক শ্রীলঙ্কান ব্যাটার কুমার সাঙ্গাকারা। তিনি ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি ইনিংসে পঞ্চাশোর্ধ রান করেন। ঠিক এর পরেই অবস্থান করছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। তিনি ২০০৫ সালে ২৪টি ফিফটি করার গৌরব অর্জন করেন।
এক বছরে ২৩টি ফিফটি করে বিশ্ব ক্রিকেটে বাবর আজমের সাথে যৌথভাবে তিনে অবস্থান করছেন সাবেক ভারতীয় ব্যাটার সৌরভ গাঙ্গুলি ও ইংল্যান্ডের জো রুট।
সূত্র : জিও নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।