স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ কিংবা আরও বড় প্রতিপক্ষের সাথে খেলতে চায় আফগানিস্তান। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের দলনেতা রশিদ খান এ কথা বলেন।
রশিদ বলেন, লম্বা সিরিজ এবং শক্ত প্রতিপক্ষ যেমন, ইংল্যান্ড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাথে বেশি বেশি খেলতে চায়।
এদিকে বৃষ্টির কারনে গতকাল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি পরিত্যাক্ত হয়। এ কারণে ট্রফি ভাগাভাগি করে নেয় বাংলাদেশ এবং আফগানিস্তান।
সংবাদ সম্মেলনে রশিদ খান আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে আমরা একটি পুর্নাঙ্গ সিরিজ খেলতে চাই। যেখানে টেস্ট এবং ওয়ানডেকে গুরুত্ব দেওয়া হবে বেশি।
আমরা এখন পর্যন্ত আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডের সঙ্গে খেলেছি উল্লেখ করে রশিদ বলেন, এদের দলে খুব কম সংখ্যাক বোলার আছে যারা ১৪০+ গতিতে বল করতে পারে। প্রতিপক্ষ দলে দক্ষ খেলোয়াড় না থাকলে কিছুই শেখার থাকে না বলেও জানান তিনি।
আফগান ক্রিকেট বোর্ড ও আইসিসি’র উদ্দেশে রশিদ বলেন, আমরা আশা করব বড় বড় দলের সাথে বেশি বেশি ম্যাচ খেলতে এবং এ ব্যাপারে বোর্ড আমাদেরকে সাহায্য করবে।
আমরা চাই
সুত্রঃ ক্রিকইনফো
ভাষান্তর : আল আমিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।