আন্তর্জাতিক ডেস্ক : আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ২ লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করছে রাশিয়া। এমন দাবি করলেন ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। খবর ডেইলি মেইলের।
ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে ১ লাখ ৭৫ হাজারের একটি সেনাদল নিয়ে প্রথমবারের মতো অভিযানে নামে পুতিন বাহিনী। এবার দ্বিতীয়বারের মতো হবে এই অভিযান। তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব বলে জানান ইউক্রেনের সেনাপ্রধান।
তিনি বলেন, ‘৩০০ ট্যাংক, ৬০০ সশস্ত্র যুদ্ধযান, এবং ৫০০ হাউইটজার থাকলেই তাদের দমানো যাবে।’
ভ্যালেরি জালুঝনি জানান, ‘আমি নিশ্চিত করে বলতে পারি কিয়েভের দিকে আরেকদফা হামলা চালাবে রাশিয়া।’
এ হামলা মোকাবিলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে সরকারের কাছে আরো অস্ত্র সরবরাহের আবেদন করেন।
ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির প্রায় এক তৃতীয়াংশ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।