ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর মেক্সিকো, কলম্বিয়া ও কিউবার সরকারকে উদ্দেশ করে পরোক্ষ সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৪ জানুয়ারি) ভেনেজুয়েলা অভিযান নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প মাদুরোকে ‘নার্কো-সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। এ সময় প্রতিবেশী দেশগুলোর বিষয়ে প্রশ্নের জবাবে তিনি মাদুরোর ঘনিষ্ঠ মিত্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কঠোর সমালোচনা করেন।

ট্রাম্প দাবি করেন, “তার কোকেন মিল আছে, কোকেন তৈরির কারখানা আছে এবং তাকে সাবধান থাকতে হবে।”কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, “দেশটি নিয়ে শেষ পর্যন্ত আমাদের কথা বলতে হবে।”
তিনি দাবি করেন, “একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে কিউবার জনগণকে সাহায্য করতে চায় ওয়াশিংটন। এটা ভেনেজুয়েলার পরিস্থিতির সঙ্গে মিল রয়েছে।”
ট্রাম্প বলেন, “আমরা কিউবার জনগণকে সাহায্য করতে চাই, একই সঙ্গে যারা কিউবা ছাড়তে বাধ্য হয়েছে এবং এই দেশে বসবাস করছে, তাদেরও সাহায্য করতে চাই।”
মেক্সিকো নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, দেশটি কার্যত মাদক কার্টেলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম পার্দো তাদের ভয় পান। ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একাধিকবার শেইনবাউমকে কার্টেল দমনে মার্কিন সহায়তার প্রস্তাব দিয়েছেন।
ট্রাম্পের ভাষ্য, “ওরা মেক্সিকো চালাচ্ছে। আমি তাকে বহুবার জিজ্ঞেস করেছি—‘আমরা কি কার্টেলগুলোকে সরিয়ে দেব?’ তিনি বলেছেন, ‘না, না, না, মিস্টার প্রেসিডেন্ট, দয়া করে না।’ তাই আমাদের কিছু একটা করতে হবে।”
এদিকে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেক্সিকো, কিউবা ও কলম্বিয়া—তিন দেশই এ অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই হস্তক্ষেপ “আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলছে” এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে অবশ্যই “শান্তির অঞ্চল” হিসেবে বজায় রাখতে হবে।
ঢাকা ও দেশের উত্তরে ঘন কুয়াশা, ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে শীতের তীব্রতা
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেল এ হামলাকে “কাপুরুষোচিত, অপরাধমূলক ও বিশ্বাসঘাতক” আখ্যা দিয়ে আন্তর্জাতিক নিন্দার আহ্বান জানান। আর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গভীর উদ্বেগ প্রকাশ করে যেকোনো ধরনের “একতরফা সামরিক পদক্ষেপ” প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করেন।
সূত্র: আরটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


