জুমবাংলা ডেস্ক : নতুন করে ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেওয়া হবে। বর্তমানে ৫০ লাখ মানুষের রেশন কার্ড রয়েছে। নতুন তালিকা করা হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যারা সত্যিকারের দুস্থ ও অভাবি তাদের কাছে যেন এই সাহায্য পৌঁছে জোর দেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান।
বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় কয়েক দিন ধরে রেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণ ভবন থেকে করোনা পরিস্থিতিতে ঢাকা বিভাগের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন শেখ হাসিনা। সেই সময় এই সব তথ্য জানান।
সেখানে ডাক্তার, নার্স থেকে শুরু করে সেবাদানকারী সবাই ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দুর্ভিক্ষ দেখে দিলে দেশকে কীভাবে রক্ষা করবো? এই কথা চিন্তা করে ৯২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে। তিন বছরের পরিকল্পনা করে আগাম কর্মসূচি নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।