Advertisement
স্পোর্টস ডেস্ক: ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় রোজই আক্রান্তের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তাতেও অবস্থার উন্নতি হচ্ছে না।
তাই স্থগিত থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দেশের মাটিতে ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করলেও, শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে নয়, সংযুক্ত আরব আমিরাতেই হবে এবারের আইপিএল।
আইপিএল ২০২০ নিয়ে বিসিসিআই’র কী কী পরিকল্পনা রয়েছে দেখে নেওয়া যাক এক নজরে-
- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল ঘোষণা করলেই বিসিসিআই আইপিএল-২০২০ এর সূচি ঘোষণা করবে।
- সূত্রের খবর, আরব আমিরাতেই সপ্তাহ দুয়েকের জন্য অনুশীলন করবেন ভারতীয় ক্রিকেটাররা। ৩০-৩৫ জনের দল অংশ নেবে শিবিরে।
- আগস্টের তৃতীয় সপ্তাহ থেকে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটারদের এই শিবির শুরু হবে। চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।
- তারপর দেশে না ফিরে এসে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটাররা নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলে ভাগ হয়ে যাবে।
- সবকিছু ঠিকঠাক চললে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের আইপিএল। শেষ হবে নভেম্বরে ৮ তারিখে।
- আইপিএল শেষ হলে দুবাই থেকেই সরাসরি অস্ট্রেলিয়া সফরে চলে যাবে টিম ইন্ডিয়া।
বিসিসিআই স্টেকহোল্ডার এবং ফ্র্যাঞ্চাইজিদের পাশাপাশি ব্রডকাস্টারদের সঙ্গে সরকারিভাবে ১৭ জুলাই বিসিসিআই’এর অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে বিস্তারিত।
তথ্যসূত্র: জিনিউজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।