আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির এক রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে। সোমবার অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ টুইটারে এ খবর জানিয়ে বলেছে, প্রাথমিক খবরে ৬৪ জন সামান্য আহত, ৫৬ জন মাঝারি আহত ও দুই জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সূত্র আরো বলছে, আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই ছয়টি ভবনের সম্মুখভাগ এবং কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী দ্য ন্যাশনাল নিউজপেপারকে জানিয়েছেন, দুপুরের খাবার সময় তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। প্রথম শব্দটি আস্তে ছিল। কিন্তু পরের বিস্ফোরণের শব্দ ছিল বিকট।
এসব বিস্ফোরণের জন্যে কর্তৃপক্ষ অস্বাভাবিক কোন কিছুর ইঙ্গিত দিচ্ছে না।
আবুধাবিতে গত ১৭ জানুয়ারি ইয়েমেনী বিদ্রোহীদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিন তেল শ্রমিক নিহত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে সৌদি সামরিক জোটের অংশীদার। এই জোট ইয়েমেনে ২০১৫ সাল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধ সরকারকে সমর্থন দিয়ে আসছে। সূত্র: বাসস
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.