নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। আসনটি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। সংবাদ সম্মেলনে ড. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিসের শিবলী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী এবং ১০ দলীয় জোটের নারায়ণগঞ্জ জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


