আরিফিন শুভ ও চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর চুমুর একটি দৃশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি তাঁদের অভিনীত মুক্তিপ্রত্যাশী চলচ্চিত্র ‘নূর’–এর একটি অংশ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর শুভ–ঐশীর প্রেম নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এতদিন নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঐশী।

এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঐশী বলেন,‘ “নূর” সিনেমায় আমি যে চুমুর দৃশ্য করেছি, এটি সম্পূর্ণই অভিনয়। এর বাইরে আর কিছু নয়। বাস্তবে আরিফিন শুভর সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই।’
তিনি আরও বলেন, ‘এই দৃশ্যটি না হয়ে ধাক্কা দেওয়া, চড় মারা বা অন্য কোনো অভিনয়ও হতে পারত। যা চরিত্রের প্রয়োজনে দরকার, অভিনেতা হিসেবে সেটাই করতে হয়।’
শুভ–ঐশীর নাম জড়িয়ে বহুদিন ধরেই সম্পর্কের গুঞ্জন শোনা যায়। নতুন সিনেমা মুক্তির আগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তারা।
এ বিষয়ে ঐশী বলেন, ‘গুঞ্জন তো গুঞ্জনই—এর কোনো সত্যতা নেই। শুভর সঙ্গে আমার সম্পর্ক সম্মানজনক, শিল্পীসুলভ। শুটিং বা সিনেমাসংক্রান্ত কাজ ছাড়া আমাদের দেখাও হয় না।’ বন্ধুত্বের সম্পর্ক না থাকার কথাও জানান তিনি।
‘বন্ধু হলে রাত তিনটায় ফোন করা যায়, ব্যক্তিগত অনেক কিছু শেয়ার করা যায়। আমাদের মধ্যে এমন কিছুই নেই। শুধু পেশাদার সম্পর্ক আছে।’
হঠাৎ সুশান্তের কথা মনে পড়ছে সারার! প্রয়াত অভিনেতা কী কী শিখিয়েছিলেন অভিনেত্রীকে?
রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘নূর’ আগামী ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



