আরিফিন শুভর সঙ্গে নয়া প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ঐশী

শুভ-ঐশী

আরিফিন শুভর সঙ্গে নয়া প্রেমের গুঞ্জনে মুখ খুললেন ঐশী

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সুন্দরী প্রতিযোগিতা থেকে নায়িকার খাতায় নাম লিখিয়েছেন। এরই মধ্যে মুক্তি পেয়েছে ঐশী অভিনীত তিনটি সিনেমা। ‘মিশন এক্সট্রিম’, ‘রাত জাগা ফুল’ ও ‘ব্ল্যাক ওয়ার’।

লাইট-ক্যামেরার বাইরে নিজের মতো করেই থাকেন ঐশী। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি আরিফিন শুভর সঙ্গে দুটি ছবি শেয়ার করেছিলেন ঐশী, তা দেখে নানা মনে নানা ধারণা।
শুভ-ঐশী
শুভর সঙ্গে প্রেমের গুঞ্জন রটে যায় ঐশীর। সে সময় তিনি নীরব থাকলেও এবার মুখ খুলেছেন। এবিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশী বলেন, ‘এটা সম্পূর্ণ অহেতুক একটা গুঞ্জন। সত্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। গুঞ্জনের তো কারণ থাকে, বেজ থাকে, আমি জানি কারণটা কী? আমি তো একটা মেয়ের সঙ্গে ছবি আপলোড করে একই ক্যাপশন দিতে পারতাম, তাহলে কি ওই মেয়ের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন উঠত?’

আলহামদুলিল্লাহ আমার কোনো বিতর্ক নাই উল্লেখ করে ঐশী আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে অনেক স্পাইসি নিউজ পাই, মজার ঘটনা ঘটে, আমরা সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বুলি করতে, ট্রল করতে, মিমস বানাতে পছন্দ করি। হয়তবা মানুষের বোরিং সময় কাটছিল, তাই ভেবেছিল ঐশীকে নিয়ে কিছু বানাই। কিন্তু খুবই ব্যর্থ চেষ্টা।’

আরিফিন শুভর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন? জানতে চাইলে ঐশী বলেন, ‘আমি সবসময় বলি, সিনেমাতে কাজ শুরুর পর থেকে উনি (আরিফিন শুভ) আমার মেন্টর। সহশিল্পী হিসেবে যখন কাজ করেছেন উনি সাপোর্ট করেছেন, স্নেহ করেছেন, সম্মান করেছেন। তার কাজে, আচরণে তার বহিপ্রকাশ পেয়েছি। তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, আর ভালো সম্পর্ক মানেই কিন্তু প্রেম না।’

যোগ করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত ঐশী বলেন, ‘শুভ ভাইয়ের সঙ্গে গুঞ্জন আমার জন্য এমব্রেসিং। আমার মনে হয় যখন বাইরের মানুষ এসব বলেন, তখন তার স্নেহের প্রতি অসম্মান করা হয়। তিনি একজন পারিবারিক মানুষ, তার পরিবার আছে। সিঙ্গেল হলে তাকে নিয়ে কথা উঠতে পারে, এটা নরমাল। কিন্তু যার পরিবার আছে তাকে নিয়ে এসব কথা আসলে এটা আমার জন্য অসম্মানজনক। আমি এ মানসিকতার না যে, জেনে শুনে একজন মানুষের পরিবারের ঢুকব।’

আপাতত বড়পর্দার কাজ থেকে খানিক দূরে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। তার নতুন কোনো সিনেমার খবরও পাওয়া যাচ্ছে না। তবে মুক্তির অপেক্ষায় আছে ঐশী অভিনীত ‘আদম’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন আবু তাওহীদ হিরণ।

মৃত্যুর আগে সঞ্জয় দত্তের নামে ৭২ কোটি টাকার সম্পত্তি লিখে গেলেন ভক্ত!