বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। বিনোদন জগতে এরই মধ্যে পা রাখলেও সব সময় নিজেকে ক্যামেরার পেছনেই রাখতে পছন্দ করেন আরিয়ান। অভিনেতা নয় বরং নির্মাতা হিসেবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান শাহরুখ পুত্র।
কয়েক মাস আগেই শুরু হয়েছে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’র দৃশ্যধারণ। সাধারণত তারকাদের সন্তানরা অভিনেতাই হয়ে থাকেন। তবে আরিয়ান সে দিক থেকে একেবারেই ভিন্ন। অন্য তারকা-সন্তানদের মতো আলোকচিত্রীদের সামনে পোজ দেন না তিনি।
এড়িয়ে চলেন প্রচার প্রচারণাও। পরিচালকের আসনে বসে বি-টাউনে পা রেখেছেন আরিয়ান। পরিচালক হিসেবে সেটে কেমন তিনি? তা জানার আগ্রহ কম নয় ভক্তদের। বলিউড সংশ্লিষ্টদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একজন স্টারকিড হিসেবে বাড়তি কোনো অহংকার নেই আরিয়ানের।
তিনি এমন একজন মানুষ যিনি সমালোচনা যেমন ভালোভাবে গ্রহণ করেন, তেমনই অন্যের মতামতকেও গুরুত্ব দিয়ে থাকেন। ছেলের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘স্টারডম’র প্রযোজনার দায়িত্ব নিয়েছেন বাবা শাহরুখ। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’র পক্ষ থেকেই নির্মাণ করা হচ্ছে সিরিজটি।
গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনি নিয়ে ছয়টি পর্বে নির্মিত হচ্ছে স্টারডম’। এ সিরিজে ক্যামিও করতে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিং ও শাহরুখ খানকে। যদিও বিষয়টি নিয়ে এখনই কোনো মন্তব্য করেননি পরিচালক আরিয়ান। জানা গেছে, এরইমধ্যে আরিয়ানের ওয়েব সিরিজটি কেনার জন্য মোটা অংকের প্রস্তাব এসেছে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে। যদিও কাজটি যতক্ষণ না শেষ হচ্ছে, বিক্রি নিয়ে ততক্ষণ কোনো চিন্তাভাবনা করতে রাজি নন নবাগত এই পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।