‘জিরো’ বক্স অফিসে ফ্লপ করার পর শাহরুখ বেশকিছুদিনের জন্য বলিউডের ছবি থেকে বিরতি নিয়েছেন। আপাতত কিং খান ব্যস্ত তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে। সম্প্রতি স্ত্রী গৌরী, তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রাম এবং শাশুড়ি মা সবিতা ছিব্বরকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন কিং খান।
সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটানোর সময় ছোট্ট আব্রাম শাহরুখের স্কি রাইডিং করার ভিডিও এবং মালদ্বীপে ছুটি কাটানোর আরও কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে একটি ভিডিওতে ছোট্ট আব্রামের সঙ্গে খুনসুটি করতে দেখা যাচ্ছে আরিয়ানকে। ভাইয়ের খুনসুটিতে বিরক্ত হয়ে আরিয়ানকে লাথি মারতে দেখা গেছে আব্রামকে। সোশ্যাল মিডিয়ায় পারিবারিক ছুটি কাটানোর ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন গৌরী নিজেই।
প্রসঙ্গত, বলিউডের ছবিতে কাজ না করলেও সম্প্রতি ‘দ্যা লায়ন কিং’-এ হিন্দি ভার্সনে গলা দিয়েছেন শাহরুখ ও তাঁর ছেলে আরিয়ান দুজনেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।