বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে আগামী ২৬ তারিখ থেকে।
তবে ২৬ জুলাই সিরিজ শুরু হলেও তার আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর সেই ম্যাচেই নিজেদের ঝালাই করে নিতে মাঠে নেমেছে তামিমরা।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, শ্রীলঙ্কার সংগ্রহ- ৪০ ওভারে ৭ উইকেট ১৯৫ রান। ধাসুন সানাকা* (২৮), আকিলা ধনাঞ্জয়া* ()
উইকেটের পতনঃ
ওয়ানিডু হাসারাঙ্গা ৩০ বলে ২৮ রান করে মুস্তাফিজুরের বলে মেহেদির কাছে ক্যাচ তুলে আউট হয়ে ফিরে যান।
সেহান জয়াসূরিয়া ৭৬ বলে ৫৬ রানের দুর্দান্ত ফিফটি করে সৌম্যর বলে রুবেলের কাছে ক্যাচ তুলে আউট হয়ে ফিরে যান।
অ্যাঞ্জেলো পেরেরা মুস্তাফিজুরের বলে ক্যাচ তুলে দিলেন মেহেদির হাতে। তিনি ১০ বলে ৭ রান করে আউট হন।
বানুকা আউট! তিনি ৪৯ বলে ৪ চারের বিনিময়ে ৩২ রান করে সৌম্যর বলে সাব্বিরে কাছে ক্যাচ তুলেদেন।
২৭ বলে ৫ চারে ২৬ রান করা গুনাথিলাকাকে মোসাদ্দেকের কাছে ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা বোর্ডে প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে তামিম ইকবালের প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তের পর ইনিংসের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন রুবেল হোসেন। এরপর ম্যাচের সপ্তম ওভারে আবারও সফরকারীদের উইকেট প্রাপ্তির আনন্দে মাতালেন তিনি।
গতিতারকা রুবেলের করা ইনিংসের তৃতীয় বলে লেগ-বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন স্বাগতিক দলের অধিনায়ক নিরোশান ডিকভেলা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তিনি। এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি ওশাদা ফার্নান্দোও। রুবেলের বলে মোসাদ্দেকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি।
বাংলাদেশের ২৬ তারিখে প্রথম ম্যাচ। সেই ম্যাচের একাদশে যাদের খেলার সম্ভাবনা বেশি, তাদেরই এই ম্যাচে সুযোগ দেয়া হবে।
মূল লড়াইয়ের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি প্রস্তুতি শতভাগ নিশ্চিতের লক্ষ্য নিয়ে গা গরমের ম্যাচে অংশ নিচ্ছে সফরকারীরা। যদিও মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন না ম্যাচটিতে।
উল্লেখ্য যে, বিয়ের কারণে এই সিরিজে নেই লিটন দাস। হজ্বের জন্য সিরিজে নেই সাকিব আল হাসান। ইনজুরির কারণে সিরিজে নেই মাশরাফি।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশ: বানুকা রাজাপাকসে, রামেস মেন্ডিস, ডিকওয়েলা, গুনথালিকা, লাহিরু মাদুসানাকা, সেহান জয়াসূরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ধাসুন সানাকা, আমিলা আপনসো, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিডু হাসারাঙ্গা, বিশ্ব ফার্নান্দো, ওসাদা ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।