আরেক হিটলারকে চিনে নিন!

আন্তর্জাতিক ডেস্ক : তার নাম পল পট। একজন কট্টরপন্থী কমিউনিস্ট নেতা। প্রশংসাকারীদের কথায়, বিপ্লবী। তবে নিন্দুকেরা বলেন, পল একনায়ক, যিনি ভীষ নিষ্ঠুর। নৃশংসতায় বিশ্বব্যাপী ঘৃণিত সেই হিটলারের চেয়ে কোনও অংশে কম নন তিনি। চার বছর একটি দেশের সর্বময় কর্তা ছিলেন। ওই চার বছরে দেশের এক চতুর্থাংশ মানুষ মারা গিয়েছিল, যার অধিকাংশকেই হত্যা করা হয়েছিল তার … Continue reading আরেক হিটলারকে চিনে নিন!