জুমবাংলা ডেস্ক: ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশে নানান কিসিমের উন্মাদনা লক্ষ করা যায়। প্রতিদিন প্রিয় দলের খেলা ঘিরে নানা তর্কবিতর্কে ভরপুর আড্ডাস্থল। এমনকি তর্কের জেরে হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচগুলোকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীরা নানা ঘটন-অঘটনে নিজেদের জড়িয়ে ফেলেন।
রাজধানীর ঢাকার উপকণ্ঠ সাভারে কিছুদিন আগেই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ব্রাজিল হেরে যাওয়ার পর ঘটেছে প্রাণহানির ঘটনা। তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার বাইরে গিয়ে সাভারের এক ফুটবলপ্রেমী দিচ্ছেন শান্তির বার্তা।
আর্জেন্টিনাকে জেতাতে টুটুল সরকার পটলা নামে ওই ব্যক্তি নিয়মিত খেলার আগে পূজা দিচ্ছেন শিব মন্দিরে। সবার মঙ্গল কামনা করছেন। বিভিন্ন মন্দিরে পূজা দেওয়ার সেসব ছবি পোস্ট করছেন নিজের ফেসবুক আইডিতেও।
আর্জেন্টিনা জিতবেই— এমন আত্মবিশ্বাস নিয়ে টুটুল সরকার তার ফেসবুকে লেখেন, ‘আরাপাড়া শিবমন্দির ঘুরে আসার প্রথম ম্যাচের রেজাল্টটা হাতেনাতে পেলাম। দ্বিতীয় ম্যাচের রেজাল্টটাও রাতে পেলাম। ধন্যবাদ সৃষ্টিকর্তাকে।’
আর্জেন্টাইন ভক্ত মিষ্টি ব্যবসায়ী টুটুল সরকার পটলা বলেন, ‘আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হারার পর থেকেই আমি সাভারের বিভিন্ন শিব মন্দিরে প্রতিটা খেলার আগে পূজা দিয়েছি। মূলত দ্বিতীয় রাউন্ড থেকে পূজা দেওয়া শুরু করছি। আর্জেন্টিনার একেক খেলায় একেক শিব মন্দিরে আমি পূজা দিছি। আজকে দিলাম ভাগলপুর কালাচাঁন শিব মন্দিরে। আশা করি ক্রোয়েশিয়ার সাথে সেমিফাইনালে আজ আর্জেন্টিনা শতভাগ জিতবে। ভগবানের ওপর আমার বিশ্বাস আছে।’
তিনি আরও বলেন, ‘১৯৯০ সালে প্রথম ম্যারাডোনার খেলা দেখে আমি আর্জেন্টিনার ভক্ত হয়েছি। তখন থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি। তবে ব্রাজিলও অনেক ভালো খেলে। ওরাও ভালো টিম। এটা অস্বীকার করার কিছু নাই। তাই বলে খেলা নিয়ে হতাহতের ঘটনা ঠিক না। খেলা হলো বিনোদনের জিনিস। এটা আমরা আশা করিনি। আর্জেন্টিনা ফাইনাল চ্যাম্পিয়ন হলে সবাইরে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করব। সব দলের সাপোর্টারদের নিয়ে আনন্দ করব। সবাই যেন শান্তিপূর্ণ ভাবে সম্প্রীতি নিয়ে খেলা উপভোগ করে এটাই প্রার্থনা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।