স্পোর্টস ডেস্ক : জিতলেই কেবল মিলবে টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের টিকিট। প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় তাই একটু হলেও শঙ্কা ভর করেছিল ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের। শেষ পর্যন্ত সোমবার বাংলাদেশ সময় দুপুরে লাতিন আমেরিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইয়ের ম্যাচে ঠিকই চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-০ হারিয়েছে সেলেসাওরা।
এরআগে প্রথম দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে কনমেবল থেকে সবার আগে টোকিও অলিম্পিকে খেলা নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।
বাঁচা-মরার লড়াইয়ে সোমবার ১১তম মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন পাউলিনিয়ো। পরে ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস কুনিয়া। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করেন উইঙ্গার কুনিয়া। এরপর আর কোন দল পায়নি জালের দেখা। যে কারণে সেলেসাওরা দাপুটে জয়ে অলিম্পিকের ফুটবল ইভেন্টের টিকিট নিশ্চিত করে।
স্বাগতিক জাপানসহ ১৬ দল নিয়ে হবে অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্ট। গত রিও অলিম্পিকে মারাকানা স্টেডিয়ামে স্বর্ণ জিতেছিল ব্রাজিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।