বোমা হামলার হুমকিতে আর্জেন্টিনায় নিযুক্ত ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস খালি করা হয়েছে। বুধবার ই-মেইলের মাধ্যমে পৃথক বোমা হামলার হুমকি পাওয়ার পর কর্তৃপক্ষ দূতাবাস দুটি থেকে কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নিয়েছে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ক্ল্যারিন ও লা নাসিওনের প্রতিবেদনে বোমা হামলার হুমকির পর মার্কিন-ইসরায়েলি দূতাবাস খালি করার তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ই-মেইলে বোমা হামলার হুমকি আসার পর আর্জেন্টিনার বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াডের সদস্যরা দূতাবাস দুটিতে উপস্থিত হন।
দেশটির অপর সংবাদমাধ্যম লা ন্যাশন বলছে, স্থানীয় সময় সকাল ১১টার দিকে দূতাবাস দুটির একটিতে তল্লাশি চালানো হয়েছে। এ সময় সেখানে কোনও ধরনের বিপজ্জনক বস্তু কিংবা বোমা পাওয়া যায়নি।
অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের চলমান যুদ্ধ ও ইসরায়েলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের দিনে দূতাবাস দুটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে এই হুমকির সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানায়নি আর্জেন্টাইন কর্তৃপক্ষ।
প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে গাজায় ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৭১ জন নিহত হওয়ার এক দিন পর তেল আবিব সফর করেছেন বাইডেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।