আর্জেন্টিনার পাশে থাকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্বকাপজয়ী কেম্পেস

আর্জেন্টিনার পাশে থাকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্বকাপজয়ী কেম্পেস

স্পোর্টস ডেস্ক : ফাইনালে দুই গোল করে প্রথমবারের মতো আর্জেন্টিনাকে বিশ্ব জয়ের স্বাদ এনে দিয়েছিলেন মারিও কেম্পেস। এবার লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের অপেক্ষা ঘুচবে বলে প্রত্যাশা আর্জেন্টাইন কিংবদন্তির। আর্জেন্টিনার ফুটবল নিয়ে বাংলাদেশি ভক্তদের আবেগের কথা জানেন কেম্পেস। মেসিদের পাশে থাকার জন্য কৃতজ্ঞচিত্তে ভালোবাসার কথা জানিয়েছেন এই কিংবদন্তি।

আর্জেন্টিনার পাশে থাকার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ বিশ্বকাপজয়ী কেম্পেস

বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় আর্জেন্টিনা, সেখানে থাকবেন না মারিও কেম্পেস- তা কী করে হয়! মেসিরা কাতার পা রাখার পরপরই তিনিও এসেছেন দোহায়। মাঠে বসেই সব ম্যাচ দেখেছেন। দিয়েছেন উৎসাহ। আর্জেন্টিনার সেমিফাইনালের আগে হাতে কিছুটা সময়। এই ফাঁকে গলফ কোর্সে নিজের জন্য অবকাশ উদ্‌যাপন করে নিলেন তিনি।

১৯৭৮ সালে ফাইনালে নেদারল্যান্ডস কঠিন পরীক্ষা নিয়েছিল আর্জেন্টিনার। কেম্পেসের গোলে এগিয়ে থাকা ম্যাচে শেষ মুহূর্তে সমতায় ফেরে ডাচরা। অতিরিক্ত সময়ের গোলে আবারও কাপ্তান ম্যাজিক। ফাইনালে দুই গোল করে প্রথমবারের মতো আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত করেন মারিও কেম্পেস। ১৯৮৬ সালে ম্যারাডোনার কল্যাণে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এরপর ৩৬ বছরের অপেক্ষা। তবে তিনি বিশ্বাস করেন এবার মেসির হাত ধরে ঘুচবে অপেক্ষার পালা।

সময় সংবাদকে মারিও ক্যাম্পেস বলেন, ‘আর্জেন্টিনা ভালো খেলছে। সব ম্যাচ আমি মাঠে বসে দেখেছি। মেসির খেলা আমার দুর্দান্ত লেগেছে। এবার আমরা বিশ্বকাপ জিতব বলে বিশ্বাস করি। আমাদের জার্সিতে এবার থ্রি স্টার বসতে যাচ্ছে।’

বিশ্বকাপ নিয়ে বাঙালির উন্মাদনা অন্যরকম। সেখানে আর্জেন্টিনার অবস্থান একেবারে হৃদয় গহিনে। কাতার বিশ্বকাপের কল্যাণে তা পৌঁছে গেছে সাড়ে ১৭ হাজার বর্গমাইল দূরে। এই খবর ভালোভাবেই জানেন তাদের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক মারিও কেম্পেস। আর তাই লাল-সবুজের প্রতি তার অসীম কৃতজ্ঞতা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা।

মারিও কেম্পেস বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশিদের ভালোবাসার কথা আমি শুনেছি। এবার গণমাধ্যমে দেখেছি। আর্জেন্টিনাকে এভাবে সমর্থন করার জন্য সত্যিই সীমাহীন ভালোবাসা আর কৃতজ্ঞতা বাঙালির জন্য।’

বিশ্বকাপে লিওনেল মেসিদের এবারের পারফর্মেন্স মন কেড়েছে মারিও কেম্পেসের। তিনিও স্বপ্নবাজ। প্রত্যাশা রাখছেন কোটি বাঙালির সঙ্গে আলবিসেলেস্তের তৃতীয় বিশ্ব জয়ের।

ওর সঙ্গে আমার আর কোনও রকম যোগাযোগ থাকবে না-ঘোষণা অঙ্কুশের