যৌন হয়রানির অভিযোগে আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক : এখন ফ্রান্সের ক্লাব রেসিং ক্লাবের হয়ে খেলছেন ফাকোনা মেদিনা। সেখানেই যৌন সহিংসতার অভিযোগ উঠেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলারের বিরুদ্ধে। স্ত্রীর করা এই অভিযোগে আটকও হয়েছেন তিনি, নেয়া হয়েছে পুলিশ হেফাজতে। -খবর ফরাসি গনমাধ্যমের।

খবরটি নিশ্চিত করে ফরাসি পত্রিকা লেইকুপ জানিয়েছে, ২৪ ডিসেম্বর রাতে ও পরদিন সকাল পর্যন্ত তাদের ঘরে কী হয়েছে এই ব্যাপারে তদন্তে নেমেছে পুলিশ। ফ্রান্সের কিছু পত্রিকা অবশ্য দাবি করেছে আর্জেন্টিনা থেকে আসা সাবেক প্রেমিকার তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন।

তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে, ওই নারীকে চলতি বছর অক্টোবরে বিয়ে করেছেন তিনি। জানা গেছে, স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে আঘাত করেন মেদিনা। যদিও তদন্তে এসব কিছু অস্বীকার করেছেন আর্জেন্টাইন ফুটবলার।

আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের হয়ে খেলে আলোচনায় আসেন মেদিনা। এক মৌসুম আগে ফ্রান্সের ক্লাব রেসিংয়ে যোগ দেন তিনি। চলতি বছর হওয়া অলিম্পিক দলের হয়েও খেলেছেন মেদিনা। এরপর তাকে জাতীয় দলেও সুযোগ দেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। খেলেছেন দুটি ম্যাচ।

গোপন তথ্য ফাঁস, মাঠে খেলতে নামার আগে যে সবজির জুস খান মেসিরা

Previous Article

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের সুবিধার্থে নতুন সিদ্ধান্ত

Next Article

নকল পাত্রী চক্র, বিয়ের আগের দিন যা করল