একবার হলেও বাংলাদেশে আসতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা

স্পোর্টস ডেস্ক : ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এ জয়ের নায়ক দিয়েগো ম্যারাডোনা। এ আসরের সেরা খেলোয়াড়ও আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। কিন্তু একজন জর্জ বুরুচাগাকে বিশ্ব কোনোদিন ভুলবে না।

পশ্চিম জার্মানির বিপক্ষে যার গোলে ধরা দিয়েছিল আলবিসেলেস্তেদের সবশেষ বিশ্বকাপ শিরোপা। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যার নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কাতারে আর্জেন্টাইনদের তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছেন মেসি।

মাঠে বসে প্রিয় দলের খেলা উপভোগ করছেন বুরুচাগা। মেসিরা যে গতিতে ছুটছেন তাতে ৩৬ বছরের অপেক্ষার অবসান হবে এই বিশ্বাস ধীরে ধীরে দৃঢ় হচ্ছে প্রতিটি আর্জেন্টাইনের। সে দলের একজন বুরুচাগাও।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বলেন, এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের খুব ভালো সম্ভাবনা আছে। সৌদির কাছে প্রথম ম্যাচ হারলেও নিজেদের যোগ্যতা দিয়েই তারা এই জায়গায় এসেছে। আমার বিশ্বাস তারা কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারবে মেসিরা।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে উন্মাদনার কথা বিশ্বের প্রতিটি কোনায় পৌঁছে গেছে। এমন ভালোবাসায় অভিভূত বুরুচাগাও। লাল-সবুজের দেশে মেসি পা রাখলেও কখনো আসা হয়নি বুরুচাগার। তবে কথা দিলেন, সুযোগ হলে একবার হলেও দেখতে চান বাংলাদেশ।

বুরুচাগা বলেন, আর্জেন্টিনা দল নিয়ে বাংলাদেশিদের উন্মাদনায় আমি মুগ্ধ। আশা করছি, সামনেও এমন সমর্থন অব্যাহত থাকবে। কখনো যদি বাংলাদেশে যেতে পারি তাহলে আমার খুবই ভালো লাগবে। কারণ ওখানে সবাই আমাদের ভালোবাসে।

বুরুচাগার মতে, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা খেলোয়াড় লিওনেল মেসি।