পারানা নদী ব্রাজিল, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার ভূখণ্ড স্পর্শ করেছে। এটিকে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী বলা হয়। পারানা নদীর ব-দ্বীপে একটি বৃত্তাকার দ্বীপ উন্মোচিত হয়েছে। এটির ব্যাস হচ্ছে ১২০ মিটার।
ফিনল্যান্ড, তুরস্ক, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, ইউক্রেন, বলিভিয়া, পেরু এবং ভারতে আপনি ভাসমান দ্বীপ খুঁজে পাবেন। তবে আর্জেন্টিনার এই দ্বীপটির আকৃতি বেশ অদ্ভুত। পাশাপাশি এ দ্বীপ সর্বদা ঘূর্ণনের মধ্য দিয়ে থাকে বলে শোনা গেছে।
এই দ্বীপের জলে আপনি গুরুত্বপূর্ণ জলজ উদ্ভিদ দেখতে পারবেন। জলাভূমির এক প্রান্তে গাছের শিকড়গুলি বেড়ে উঠেছে। হ্রদের উদ্ভিজ্জ দ্বীপ মাঝে মাঝে তীব্র ঝড়ের সম্মুখীন হয়। মাঝে মাঝে উপকূল বরাবর তীব্র বাতাস বইতে দেখা যায়।
সাম্প্রতিক সময়ে একজন আর্জেন্টাইন ফিল্ম ডাইরেক্টর সার্জিও নিউসপিলার শ্যুটিং এর স্বার্থে একটি পারফেক্ট ব-দ্বীপ খুঁজে বেড়াচ্ছিলেন। তখন তিনি নতুন অবস্থানের সন্ধান পান এবং এই ইউনিক লোকেশনটি খুঁজে বের করেন।
তিনি মূলত অতিপ্রাকৃত ঘটনা নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করার চেষ্টা করেছিলেন। পাশাপাশি তিনি প্রথমে বুঝতে পারনি যে, দ্বীপটি ক্রমাগত ঘূর্ণনের মধ্য দিয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে তিনি ঘটনাস্থলে সময় কাটান এবং দেখতে পান যে জায়গাটি ঘূর্ণায়ণের মধ্য দিয়ে যাচ্ছে।
এরপর বিভিন্ন দিনে গুগল স্যাটেলাইটে তোলা ছবিতে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায়। ২০০৩ সালে দ্বীপটি পারানা ব-দ্বীপের একটি অংশ ছিল। এ দ্বীপ নিয়ে রহস্যের সূচনা হয় ২০১৬ সাল থেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।