স্পোর্টস ডেস্ক: দুই প্রতিবেশীর মধ্যে শত্রুতা থাকলেও বহিঃশক্তির আক্রমণে সাধারণত একে অন্যের পাশে দাঁড়াতে দেখা যায়। একই ছায়াতলে চলে আসে দুই প্রতিবেশী শত্রু। ঠিক তেমন আবহ বিরাজ করছে ফুটবলের দুই চিরশত্রু আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে। এবারের বিশ্বকাপে ট্রফিটা আর্জেন্টিনার হাতে দেখতে চায় ব্রাজিল।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফার্নান্দো সারনি চান আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। এবারের বিশ্বকাপে মেসিদের হাতে শিরোপা দেখতে চান। দুই দশক পর তাদের হাত ধরে প্রথমবার বিশ্বকাপ ট্রফি ফিরুক দক্ষিণ আমেরিকায়।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিত্ব করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর ও উরুগুয়ে। শেষের দুটি দল গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। ব্রাজিলের হেক্সা মিশন থেমেছে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে। একমাত্র দক্ষিণ আমেরিকান দেশ হিসেবে বিশ্বকাপে এখনও টিকে আছে আর্জেন্টিনা। মঙ্গলবার তারা সেমিফাইনাল খেলবে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে।
২০০২ সালে ব্রাজিলের পর এই মহাদেশে ট্রফিখরায় ভুগছে। এবার আর্জেন্টিনার হাত ধরে সেটা ঘুচে যাক, সেই চাওয়া সারনির। স্পোর্টসসেন্টার ব্রাজিলকে তিনি বলেন, ‘আমাদের একতা বজায় রাখতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময়ে আমরা সবাই আর্জেন্টিনা। আমি আশা করি তারা দক্ষিণ আমেরিকায় শিরোপা আনতে পারবে।’
এর আগে ব্রাজিল দুই ম্যাচ খেলেই শেষ ষোলো নিশ্চিত করার পর পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার গ্রুপের শেষ ম্যাচে বাঁচামরার লড়াইয়ের সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছিলেন, তার দেশ বিদায় নিলে ব্রাজিলকে সমর্থন করবেন। তার বক্তব্য ছিল, ‘আমি একজন দক্ষিণ আমেরিকান এবং আমি খুশি যে ব্রাজিল গ্রুপ পার করেছে। যদি আর্জেন্টিনা না পারে, আমি চাইবো একটি দক্ষিণ আফ্রিকান দল জিতুক। যে কেউ অন্য কিছু ভাবলে ভুল করবেন। ব্রাজিল সত্যিই ভালো করছে এবং আমি তাদের অভিনন্দন জানাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।