আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি ও পতাকা বিক্রির ধুম

জুমবাংলা ডেস্ক: বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো বিশ্ব। থেমে নেই বাংলাদেশেও। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে ছোট-বড় সব বিপণিবিতান ছেয়ে গেছে প্রিয় দলের জার্সিতে। সঙ্গে রয়েছে পতাকা ও হাতের ব্যান্ডসহ বাহারি সব পণ্য। ক্রেতাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে বেচাকেনা।

রাজধানীর গুলিস্তান, মতিঝিল, ফার্মগেট, কারওয়ান বাজার, নিউ মার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকায় জার্সি, পতাকা, ব্রেসলেটসহ নানান পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বেচা-বিক্রির চাপে বেশ ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। তবে আর্জেন্টিনার জার্সি-পতাকা তুলনামূলক বেশি বিক্রি হচ্ছে। এরপরই বিক্রি হচ্ছে ব্রাজিলের। জার্মানি, ফ্রান্স, পর্তুগালও পিছিয়ে নেই।

জানা গেছে, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে পাইকারি ক্রীড়া সামগ্রীর বাজার গুলিস্তান সমবায় মার্কেটে প্রায় ৫০ লাখ টাকার জার্সিসহ বিভিন্ন পণ্য বেচাকেনা হয়েছে। পাশেই বঙ্গ মার্কেটেও পাইকারি জার্সি বিক্রি হচ্ছে। এই  দুই মার্কেট থেকে ১৫ থেকে ২০ কোটি টাকার ফুটবল আয়োজনের নানা পণ্য স্থানীয় পর্যায়ে বিক্রি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

ক্রীড়া সামগ্রীর পাইকারি ব্যবসায়ীরা বলেন, দেশের বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের কাছে গত মাসে জার্সি বেশি বিক্রি হয়েছে। এখন রাজধানীর খুচরা বিক্রেতারা বেশি নিচ্ছেন। এখন প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার জার্সি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য এলাকায় পাইকারি বিক্রি হচ্ছে। রাজধানীর ক্রীড়াসামগ্রী বিক্রির সবচেয়ে বড় বাজার গড়ে উঠেছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামকে কেন্দ্র করে।

গুলিস্তান সমবায় মার্কেটের ক্রীড়াসামগ্রীর পাইকারি ও খুচরা বিক্রেতা ‘শাহিন স্পোর্টস’ এর স্বত্বাধিকারী শাহিন মিয়া রাইজিংবিডিকে বলেন, বিশ্বকাপ উপলক্ষে ৯ লাখ জার্সি বিক্রির লক্ষ্যমাত্রা স্থির করছি। ‘আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি চাহিদা ক্রেতাদের আগ্রহের তুঙ্গে। জার্মানি, পর্তুগাল, ইতালি, স্পেনের জার্সির চাহিদাও মন্দ নয়। ক্রেতাদের চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত প্রস্তুতি আছে আমাদের।’