বিনোদন ডেস্ক: কাতার ফুটবল বিশ্বকাপের চলতি আসরে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সৌদি আরব, যা সবাইকে চমকে দিয়েছে। সৌদির এই জয়ে আর্জেন্টিনার সমর্থকরা বেশ কোণঠাসা হয়ে পড়েছেন। বিশেষ করে এন্ট্রি আর্জেন্টিনার সমর্থকরা তাদের ‘খোঁচা’ দিতে মোটেও ছাড়েননি।
জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের মেয়ে আর্জেন্টিনার অন্ধ সমর্থক। আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচে যখন আর্জেন্টিনার পরাজয় সুনিশ্চিত, তখন মেয়ে আরিয়াকে ফোন করে খোঁচা দেন এ গায়িকা। কিন্তু মেয়ের সরল স্বীকারোক্তি শুনে নিজেই গোল খেয়ে যান তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা জানিয়েছেন আঁখি আলমগীর।
তার সেই স্ট্যাটাসটি তুলে ধরা হলো-
সৌদি আরব, আর্জেন্টিনা খেলা সমাচার। খেলার সময়টা কিশোরের স্টুডিওতে রেকর্ডিংয়ে ছিলাম। সব ফেলে খেলা দেখতেই বসলাম সবাই। কিশোরের বউয়ের হাতের সুস্বাদু রান্না হাঁসের মাংস, বকুল ভাইয়ের নিয়ে আসা ইলিশ দিয়ে বিকেলেই ভাত খেলাম।
প্রথম গোল দিলো আর্জেন্টিনা। বিরাট হৈচৈ। এটাই হওয়ার ছিলো। এরপর কি যেন হয়ে গেল! সৌদি আরব দিলো গোল, আমরা সব হা হয়ে তাদের মারমুখি যুদ্ধ দেখতে থাকলাম। দারুন তাদের স্ট্র্যাটেজি। এরপর আরেকটা গোল, তখন মোটামুটি আমরা হতবাক।
হঠাৎ মনে হলো, আমার মেয়ে আরিয়া ফ্রেন্ডদের নিয়ে খেলা দেখছে। সে আর্জেন্টিনার ব্লাইন্ড সাপোর্টার, ওকে একটু জ্বালাই। এটা আমরা মা-মেয়েরা খুব করি। দুষ্টামি, পচানো। কল ধরতেই খোঁচা মেরে বললাম, কি মা ঠিক আছো তো? শরীর খারাপ না ভালো? তোমার দল তো হারতেসে, কিছু খাবার আনব, নাকি কান্নাকাটি চলতেছে?
ওমা, মেয়ে আমাকে খুবই সরলভাবে বলে, হ্যাঁ আম্মু খুবই মন খারাপ। আমি একদম ঠিক নাই, কান্না আসতেছে। আমার টিম তো হেরে গেল, ভালো খেলে নাই, খাওয়া লাগবে না। তুমি কাজ শেষ করে চলে আসো।
আমি চুপ মেরে গেলাম। তার সরল স্বীকারোক্তি এবং কোন রিঅ্যাকশান না পেয়ে, আমি উল্টো গোল খেলাম আরকি। আমি বোকামি করলাম নাকি এই দুই দিনের মেয়ে আমার সঙ্গে চালাকি করল, এটাই বুঝলাম না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।