দীর্ঘ প্রত্যাশিত আর্টেমিস চন্দ্র অভিযানের নতুন তারিখ পাওয়া গেছে। চন্দ্রে মানুষ অবতরণের ৫০ বছরের বেশি সময় পরে আর্টেমিস অভিযানের মাধ্যমে আবারও চাঁদে যাবে মানুষ—এমনই প্রত্যাশা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। আসলে মহাকাশচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নাসা আর্টেমিস ২ ও আর্টেমিস ৩ অভিযান দেরি করছে।
নাসা আর্টেমিস প্রোগ্রামে দেরির বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম দুটি অভিযাত্রীবাহী (ক্রুড) চন্দ্র অভিযান আপাতত স্থগিত করা হচ্ছে। আর্টেমিস–২ অভিযানকে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল মাসে পুনর্নির্ধারণ করা হয়েছিল। এই অভিযানে চাঁদের চারপাশে নভোচারীর ঘুরে আসার পরিকল্পনা ছিল।
আর আর্টেমিস–৩ অভিযানে অভিযাত্রীদের নামার কথা ছিল চন্দ্রপৃষ্ঠে। ২০২৬ সালের শেষ থেকে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে স্থানান্তরিত করা হয়। নাসা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আর্টেমিস মিশন স্থগিত করেছে। প্রধানত প্রযুক্তিগত চ্যালেঞ্জের জন্য নাসা পিছিয়ে গেছে। সবচেয়ে বেশি বিপত্তি ঘটেছে ওরিয়ন মহাকাশযানের তাপ ঢালের সমস্যা নিয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।