আর্থিক অনটনে স্কুলে চাকরি নেন বচ্চনকন্যা শ্বেতা, বেতন কত পেতেন?

বিনোদন ডেস্ক : বলিউডের দাপুটে অভিনেতা অমিতাভ বচ্চন। তার মেয়ে শ্বেতা বচ্চনের স্বামী নিখিল নন্দা। বিয়ের পর স্বামী নিখিল নন্দার সঙ্গে দিল্লিতেই থাকতেন তিনি। শোনা যায়, স্বামীর ঘরে বনিবনা না হওয়ায়, এখন ঠিকানা বাপের বাড়ি।

যদিও বচ্চন পরিবার কখনো এই নিয়ে খোলেননি মুখ।

সম্প্রতি মেয়ে নভ্যা নভেলি নন্দার পডকাস্টে এসে শ্বেতা বচ্চন জানান জীবনের নানান অভিজ্ঞতার কথা। শ্বেতা জানান, বিয়ের পরে তিনি একটি কিন্ডারগার্টেনে সহকারী শিক্ষক হিসাবে কাজ করেছিলেন। সেই সময় মাসিক বেতন ছিল মাত্র ৩০০০ রুপি। সেই সময় অনেক আর্থিক সংগ্রামের মধ্যে দিয়ে তাকে যেতে হয় বলেও জানান শ্বেতা।

মা-বাবা বা ভাইয়ের দেখানো পথ অনুসরণ করে গ্ল্যামারের দুনিয়ায় পা রাখেননি শ্বেতা। ২০১৮ সালে শ্বেতা তার উপন্যাস ‘প্যারাডাইস টাওয়ারস’ দিয়ে লেখার জগতে প্রবেশ করেন। যাইহোক, সাহিত্য জগতে তার পথচলা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে এবং বইটি নিয়ে নেতিবাচক পর্যালোচনা এসেছিল পাঠকমহল থকে। যা নিয়ে মেয়ের পডকাস্টে শ্বেতা বলেছিলেন যে, এই ধাক্কা কাটিয়ে উঠতে তার যথেষ্ট সময় লেগেছে। তিনি শেয়ার করেছেন যে তিনি শেষ পর্যন্ত তার লেখার প্রচেষ্টা বন্ধ করে দিয়েছেন।

এদিকে, কদিন আগেই ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে এসেছিলেন নিজের প্রতীক্ষা বাংলোটি নাকি মেয়ের নামে করে দিয়েছেন অমিতাভ বচ্চন।