আর্থিক সাক্ষরতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছে জনতা ব্যাংক পিএলসি। তারা এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে জনতা ব্যাংকের কর্মকর্তারা। এ র্যালি শুরু হয় জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সড়ক থেকে।
অপরদিকে এটি মতিঝিল ও দিলকুশা ফোয়াড়া চত্বর প্রদক্ষিণ করতে থাকে। বাংলাদেশ ব্যাংক যে গাইডলাইন নির্ধারণ করে দিয়েছে সেটি মাথায় রেখে আর্থিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রত্যেক বছর মার্চ মাসের প্রথম সোমবার সাধারণত আর্থিক সাক্ষরতা দিবস হিসেবে উদযাপন করা হয়।
আমাদের দেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ করতে আগ্রহী বাংলাদেশ ব্যাংক এবং সকল সরকারি ও বেসরকারি ব্যাংক। এ উদ্দেশ্যকে সামনে রেখে এবং বাংলাদেশের মানুষের জন্য আর্থিক স্বাক্ষরতা যেনো সন্তোষজনক পর্যায়ে থাকে তার লক্ষ্যে আর্থিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়।
জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো: মজিবর রহমানের নেতৃত্বে উক্ত র্যালিতে ব্যাংকের ডিএমডি মো: গোলাম মরতুজা ও মো: ফয়েজ আলম এবং প্রধান কার্যালয়ের মহাব্যস্থাপকবৃন্দসহ সকল স্তরের নির্বাহী-কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।