স্পোর্টস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বাকি সব খেলাধুলার মতো স্থগিত রয়েছে টেনিস কোর্টের টেনিস টুর্নামেন্টও। খেলা না থাকায় খেলোয়াড়দের আয়ের উৎসও বন্ধ। লকডাউনে গৃহবন্দি হয়ে আর্থিক কষ্টে সময় কাটছে অনেক খেলোয়াড়ের।
আর তাই অসহায় ও আর্থিক কষ্টে থাকা টেনিস খেলোয়াড়দের কথা চিন্তা করে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে টেনিসের গভর্নিং বডিগুলো। সবাই মিলে করেছে প্লেয়ার রিলিফ প্রোগ্রাম। যার লক্ষ্য করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত টেনিস খেলোয়াড়দের সাহায্য করা।
এখন পর্যন্ত এই তহবিলে জমা হয়েছে প্রায় ৬ মিলিয়ন ডলার (৪.৮ মিলিয়ন পাউন্ড)। এ থেকে এটিপি ও ডব্লিউটিএ ট্যুরের একক ও দ্বৈত বিভাগের ৮০০ জন খেলোয়াড় পাবেন আর্থিক সহায়তা।
তহবিলের অঙ্কটা আরও বাড়বে। কেননা ব্রিটিশ টেনিস সুপারস্টার অ্যান্ডি মারেও দান করতে যাচ্ছেন এই ফান্ডে। এদিকে সার্বিয়ান নম্বর ওয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ খেলোয়াড়দের সহায়তা করতে চালিয়ে যাচ্ছেন ক্যাম্পেইন।
প্রসঙ্গত, প্লেয়ার রিলিফ প্রোগ্রামটি গড়েছে, পুরুষদের এটিপি, উইমেনস টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ), ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) ও টেনিসের চার গ্র্যান্ড স্ল্যাম- অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনের আয়োজকরা।
ফান্ডে জমা হওয়া অর্থটা পুরুষ ও নারী খেলোয়াড়দের মাঝে সমানভাবে ভাগ করা দেওয়া হবে। খেলোয়াড়দের মাঝে অর্থ বণ্টনের প্রশাসনিক দায়িত্বটা পালন করবে এটিপি ও ডব্লিউটিএ।
তার আগে র্যাঙ্কিং ও আগের আয়ের ভিত্তিতে সহযোগিতা পাওয়ার যোগ্য খেলোয়াড়দের একটি তালিকা তৈরি করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।