বিনোদন ডেস্ক: ভারতের অন্যতম আর্থিক কেলেঙ্কারি রোজভ্যালিকাণ্ডে ইতোমধ্যে অনেক মহারথী নাকানিচুবানি খেয়েছেন। সেই ঘটনা চাঞ্চল্যকর মোড় নিল। এ মামলার জন্য জিজ্ঞাসাবাদে কলকাতার এক নম্বর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ১৯ জুলাই দুপুর ১২টার মধ্যে প্রসেনজিতকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কিছুদিন আগে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে জেলে গিয়ে জেরা করেন তদন্তকারীরা। ওই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। গৌতমের দেওয়া তথ্য অনসুরণ করে প্রসেনজিতকে ডাকা হলো- এমনটা মনে করা হচ্ছে।
রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রসেনজিতকে। কী কারণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়ক- তদন্তকারীরা খতিয়ে দেখবেন। পাশাপাশি গৌতমের সঙ্গে প্রসেনজিতের কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সে নিয়েও তদন্তকারীরা খতিয়ে দেখবেন। এ ব্যাপারে নায়কের বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
ঢাকার সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত, প্রসেনজিৎ অভিনীত ‘মনের মানুষ’ সিনেমার প্রযোজক এই গৌতম। তার স্ত্রী শুভ্রা কুণ্ডুও এই ছবিতে অভিনয় করেন।
রোজভ্যালিকাণ্ডে টলিউডের প্রথম সারির এক নায়িকার এর আগে নাম জড়িয়েছিল। ওই নায়িকার সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছিলেন প্রসেনজিৎ। একই কেলেঙ্কারিতে গ্রেপ্তার হন টলিউডের আরেক সুপারস্টার তাপস পাল।
রোজভ্যালি চিটফান্ডের কাজ চালানোর জন্য ২৭টি সংস্থার নাম ব্যবহার করা হতো। যাদের মধ্যে মাত্র ছ’টি সংস্থার অস্তিত্ব ছিল। এখনো পর্যন্ত রোজভ্যালি মামলায় ৪ হাজার ৬০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।