নিজস্ব প্রতিবেদক : আমাদের আর্থিক খাতে এ মুহূর্তে কোনো রকম ঝুঁকি নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এখন বিশ্বসেরা।
সম্প্রতি মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, এখন পৃথিবীতে তৃতীয় চরম অবস্থা বিরাজ করছে। সেটি হচ্ছে তথাকথিত বাণিজ্যযুদ্ধ। বাণিজ্যযুদ্ধের প্রভাবে সারা বিশ্বের অর্থনীতিতে নিম্নমুখিতা দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। গত অর্থবছর আমরা ৮ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। চলতি অর্থবছরই আমরা ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি। ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশ।
তিনি বলেন, বিশ্বে যে কয়েকটি দেশের রফতানি আয় খুব দ্রুত বাড়ছে, তার মধ্যে বাংলাদেশ একটি। আমাদের আর্থিক খাতে এ মুহূর্তে কোনো রকম ঝুঁকি নেই। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বসেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।