আর্থিক খাত সংস্কারে আইএমএফের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ

জুমবাংলা ডেস্ক : ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচারসহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ।

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তারা বাংলাদেশকে সহায়তা করবে, আগামী অক্টোবরে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সাথে বৈঠকে সেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।

‘অর্থনৈতিক ক্ষেত্রে নানা সংস্কার ও পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের রিসোর্স দরকার। আমরা যতটুকু পারি, দেশীয় সম্পদ আহরণ করে করবো। এর মাঝে কিছু কিছু জিনিস আছে, যাতে বিদেশি সাহায্য লাগবে… আইএমএফ সাধারণত ব্যালেন্স অব সাপোর্ট দেয়। পৃথিবীর সব দেশেই ব্যাংকিং ও বিভিন্ন সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএমএফ,’ বলছিলেন অর্থ উপদেষ্টা।

বাংলাদেশের সম্ভাব্য কী কী দরকার তা নিয়ে আইএমএফ প্রতিনিধি দলের সাথে আলাপ হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা বলেছি সংস্কারের বিষয়ে আমরা মোটামুটি পদক্ষেপ নিয়েছি, ব্যাংকিং সেক্টরসহ অন্যান্য সেক্টরে আমরা পদক্ষেপ নিয়েছি। কিছু সময় লাগবে। আর আমাদের রিসোর্স গ্যাপ রয়েছে, সেখানে কিছু সাহায্য লাগবে; তা নিয়ে আলাপ হয়েছে।’

আইএমএফ এরপর বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গেও বসবে।

‘রিসোর্স, কারিগরি সহায়তা যেটা ব্যাংক সেক্টর রিফর্মের জন্য, মানি লন্ডারিংয়ের জন্য, তারপর ট্যাক্স রিফর্মের জন্য, ইনকাম ট্যাক্স, ভ্যাট রিফর্মের জন্য’ সাহায্য চেয়েছেন জানিয়ে তিনি আরও বলেন যে শুধু আইএমএফ না, অন্যদের কাছেও কিছু সাহায্য চাওয়া হয়েছে।

‘কারা কী সাহায্য দেবে, সেটা কো-অর্ডিনেট করে আইএমএফকে আমরা স্পেসিফিক বলবো ওদের কাছ থেকে আমাদের কী কী সাহায্য দরকার। ডুপ্লিকেশন না করে সবাই যেন একযোগে প্রচেষ্টা চালাতে পারে অর্থাৎ দু-তিনটি সংস্থা একই কাজ করবে। কিন্তু রিসোর্স লাগবে বেশি। সেটা নিয়ে আলোচনা হয়েছে,’ যোগ করেন অর্থ উপদেষ্টা।

‘সংস্কার মিশন’ সম্পন্ন করতে ড. ইউনূসের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের