আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে অংশগ্রহণ করতে দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আবেদন করেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি (ব্যারিস্টার ফুয়াদ) বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদি) এলাকা থেকে এবি পার্টির হয়ে এই নির্বাচনে ঈগল মার্কা নিয়ে অংশগ্রহণ করবো।
তিনি আরও বলেন, নির্বাচন করতে অনেক টাকার প্রয়োজন। আমার যে আর্থিক অবস্থা সেখানে আসলে আমার নিজের টাকায় এই নির্বাচনের খরচ বহন করা আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আজকের আপনাদের কাছে আমার এই ছোট বার্তা। আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা সমর্থন করেছেন ও দোয়া করেছেন তাদের সবার কাছে আজকে আবেদন করছি যাদের পক্ষে সম্ভব, আপনারা এই নির্বাচনি তহবিলে আমাকে সাহায্য করবেন।
তিনি আরও বলেন, আমরা স্বচ্ছতার সাথে নির্বাচনি এই তহবিলে সংগ্রহ করা সকল টাকা পয়সার হিসেব আপনাদেরকে জানিয়ে দিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


