‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ মুকুট জয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের পতাকা হাতে দাঁড়িয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোশাক নিয়ে চলমান বিতর্কে মিথিলা প্রকাশ করেছেন দেশবাসীর প্রতি তার হতাশা।
গত অক্টোবরের শেষের দিকে থাইল্যান্ডের মূল মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান মিথিলা। আন্তর্জাতিক প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা প্রদর্শন করেছেন তিনি।
মিথিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় বলেন, “আমাকে অন্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না। কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখছে আমি কী কষ্ট করছি। একজন ভালো কন্টেস্ট্যান্ট এত কষ্ট, ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা এবং পরিশ্রম সত্ত্বেও যদি দেশের মানুষের কাছ থেকে প্রাপ্য প্রশংসা না পাই, তবে সেটা খুব কষ্টের।”
ভিডিওতে তিনি আরও যোগ করেন, “এমন বড় দেশের মানুষকে উৎসাহিত করা ও প্রশংসা করা উচিত। আমাদের দেশের প্রতি ভালবাসা থাকলে প্রতিভাকে সমর্থন করা প্রয়োজন। প্রতিযোগিতার এই কঠিন বাস্তবতা আমাকে আরও শক্তিশালী করেছে।”
মিথিলার এই বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে নেটিজেনরা তার কঠোর পরিশ্রমের প্রশংসা এবং দেশের পক্ষ থেকে সমর্থনের আহ্বান জানাচ্ছেন।
বিকিনি পরা নিয়ে তিনি বলেন, ‘আর আমি কতবার বলবো আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পড়তে হবে।’
তার কথায়, ‘এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো। এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



