লাইফস্টাইল ডেস্ক : অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যায় আজকাল অনেকেই ভুক্তভোগী। ২৫ হতে না হতেই চুলে পাক ধরছে, চুল পড়ে যাচ্ছে, টাক পড়ে যাওয়ার উপক্রম এমন সমস্যা অনেকেরই হচ্ছে।
আজকাল অনেকেই চুলে অনেক রকম ট্রিটমেন্ট করেন। সেই সঙ্গে চুলে তেলও লাগানো হয় না নিয়ম করে। এই কারণেই কিন্তু চুলে পাক ধরে। প্রথম থেকেই চুলে যদি ট্রিটমেন্ট না করানো হয় তাহলে কিন্তু দেখতে মোটেই ভাল লাগে না। আর তাই রইল একটি ঘরোয়া সমাধান। হলফ করে বলা যায় যা আপনি আগে ব্যবহার করেননি
এটা প্রমাণিত যে বয়সের আগে চুল পেকে গেলে সেক্ষেত্রে ঝিঙের তেল ব্যবহার করতে পারেন। এতে পাকা চুল কালো হবে। চুল পড়া কমবে আর খুশকির সমস্যাও দূর হবে
বাজারে যে সব হেয়ার অয়েল পাওয়া যায় তার মধ্যেও মেশানো থাকে ঝিঙের তেল। সপ্তাহে তিনদিন টানা এই তেল ব্যবহার করলে চুল ভাল হবে। চুল পড়া অনেক কমে যাবে। ঝিঙে আমাদের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়
যে কারণে চুল কালো থাকে। এছাড়াও ঝিঙে রক্তসঞ্চালনে সাহায্য করে, যে কারণে চুলের গোড়া শক্ত হয়। থাকে ভিটামিন বি, এ, সি, ই- যা আমাদের চুলের জন্য খুবই উপকারী। দেখে নিন কী ভাবে বানাবেন ঝিঙের তেল
ঝিঙের খোসা না ছাড়িয়েই ছোট ছোট টুকরো করে নিতে হবে। অর্ধেক ঝিঙে এভাবে কেটে বাকি অর্ধেক ঝিঙের শুধুমাত্র খোসা ছোট টুকরো করে নিতে হবে। এবার টুকরো গুলো ৩ ঘণ্টা রোদে রাখুন
লোহার কড়াইতে হাফ কাপ সরষের তেল দিয়ে ঝিঙে ও খোসা তেলে ছেড়ে দিতে হবে। ঝিঙে নরম হলে ওর মধ্যে এক চামচ মেথি ও ফ্ল্যাক্স সিড দিন। খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষম না ঝিঙে কালো হয়ে আসছে
এবার ঝিঙের তেল ছেঁকে নিতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেল চুলের গোড়ায় ঘষে ঘষে লাগাতে হবে। পরদিন মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। কয়েক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন চুলের রঙে পরিবর্তন আসবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।