Advertisement
  
  
আলাদা কোনো গুম কমিশন গঠন করবে না সরকার, জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তবে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন’ চূড়ান্ত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, “গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা আইনসহ মানবাধিকার সংরক্ষণমূলক যেকোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনকে প্রদানের সুযোগ রাখা হয়েছে।”
তিনি আরও জানান, সরকার এমন একটি কাঠামো চূড়ান্ত করতে চায়, যেখানে মানবাধিকার কমিশনই গুম-সংক্রান্ত তদন্ত ও প্রতিকার কার্যক্রমে কেন্দ্রীয় ভূমিকা পালন করবে, যাতে প্রশাসনিক জটিলতা ও দ্বৈত কাঠামো এড়ানো যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 

