আলামত ধ্বংসের দায়ে রাজীবের সহযোগী সাদেককে ৩ মাসের কারাদণ্ড

Adalot-1906191112

জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীবের মোহাম্মদপুরের বাসার সব আলামত ধ্বংস ও কাজে অসহযোগিতার দায়ে তার পিও সাদেককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ অক্টোবর) ভোর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

এদিকে, রাজীবের মোহাম্মদপুর কার্যালয়, বাসাসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ৫ কোটি টাকা চেক বই পেয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, শনিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আফতাব উদ্দিন সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে অবৈধ অস্ত্র, মদ ও নগদ অর্থ উদ্ধার করে র‌্যাব। বন্ধুর এই বাসাতেই গত কয়েকদিন আত্মগোপনে ছিলেন তিনি। গ্রেফতার রাজীব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাসিনো বিরোধী অভিযানের পর গা ঢাকা দেন তিনি। রাজীবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, নামে বেনামে রাজধানীতে তার বেশ কয়েকটি ফ্লাট ও গাড়ি রয়েছে। জমি দখল ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে রাজীবের বিরুদ্ধে।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *