জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটে কোটা সংস্কারের আন্দোলনে রোষানল পড়ে হামলা, মামলা ও লঞ্চিত হয়েছে ৬ জন সাংবাদিক। তাদের মধ্যে ৩ জনের নামে মামলা, ২ জন সাংবাদিককে মারধর ও ১ জন সাংবাদিক লাঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় মামলার আসামি হয়ে বাড়ি ছাড়া হয়েছেন ৩ জন সাংবাদিক।
জানা গেছে, জেলার হাতীবান্ধায় গত ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের পর আ নন্দ টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করেন এবং আরটি ভির সাংবাদিক শাহ আলমকে লাঞ্ছিত করে ছাত্রলীগ। একই সময় দৈনিক মানব কণ্ঠ ও বাংলাদেশ জানা র্লের প্রতিনিধি আসাদুজ্জামান সাজুর অফিসে হামলা করা হয়।
এর আগে ১৭ জুলাই ওই উপজেলার বড়খাতায় সাংবাদিক মাজাহারুল রিফাত নামে এক সাংবাদিককে মারধর করেন ছাত্রলীগ।
এদিকে ১৮ জুলাই কোটা সংস্কারকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু একটি মামলা দায়ের করেন। সেই মামলায় দৈনিক মানব কণ্ঠ ও বাংলাদেশ জানা র্লের সাংবাদিক আসাদুজ্জামান সাজু ও কল কাতা টিভির সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তফাকে আসামি করা হয়।
এছাড়া লালমনিরহাট সদরের একই ঘটনার একটি মামলায় সাব্বির আহমেদ লাভলু নামের এক সাংবাদিককেও আসামি করা হয়েছে।
মামলার আসামি হয়ে বাড়ি ছাড়া হয়েছেন আসাদুজ্জামান সাজু, মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সাব্বির আহমেদ লাভলু। মারধরের শিকার হয়েও ভয়ে মামলা করতে পারছে না দুই সাংবাদিক।
দৈনিক মানব কন্ঠ’র সাংবাদিক আসাদুজ্জামান সাজুর স্ত্রী শারমিন জামান মেরী বলেন, আমি আওয়ামী পরিবারের সন্তান,আমার বাবা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছিলেন। ছাত্র জীবনে আমি মিছিল মিটিং করেছি। আজ আমার স্বামী সেই আওয়ামীলীগের নেতার মিথ্যা মামলায় বাড়ি ছাড়া। ওই মামলায় আওয়ামীলীগ পরিবারের অনেক সন্তানকেও আসামি করা হয়েছে।
ডে ইলি ষ্টার’র লালমনিরহাট প্রতিনিধি এস দিলীপ রায় ও প্র থম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি দুঃখজনক। আমরা সবাই বসে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি দিবো।
লালমনিরহাট পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের উপর হামলা ও মামলার আসামি করার বিষয়টি আমরা অবগত হয়েছি। পুলিশ বিষয়গুলো গুরুত্ব দিয়ে তদন্ত করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।