বিনোদন ডেস্ক : নতুন সিনেমার প্রচারণায় গিয়ে এক আলোককচিত্রীর ফোনের ’কভার’ নিয়ে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, মুক্তি প্রতিক্ষীত ছবি ‘ছাপাক’ এর প্রচারণার জন্য একটি অনুষ্ঠানে যান দীপিকা। সেখানে এক আলোকচিত্রীর ফোনের কভার পছন্দ করে ফেলেন তিনি।
দীপিকা ওই আলোকচিত্রীকে তার পছন্দের কথা বলেন। ওই ব্যক্তিও সাচ্ছন্দে তা দিয়ে দেন।
দীপিকা বলেন, ‘প্লিজ কভারটা আমাকে দিয়ে দিন, আমি ব্যবহার করব।’ এরপর ওই আলোকচিত্রী হেসে বলেন, ‘অবশ্যই নিন। এটি আপনার জন্মদিনের আগাম উপহার।’
আগামী ৫ জানুয়ারি দীপিকার জন্মদিন। দীপিকার জন্মদিনের ঠিক পাঁচদিন পরে ১০ জানুয়ারি মুক্তি পাবে মেঘনা গুলজার পরিচালিত সিনেমা ‘ছাপাক’। অ্যাসিড আক্রান্ত লক্ষী আগারওয়ালের জীবনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।