আন্তর্জাতিক ডেস্ক: আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনায় গত কয়েকদিনের আলোচনায় তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভালো অগ্রগতি অর্জিত হয়েছে। খবর পার্সটুডে’র।

বৃহস্পতিবারের আলোচনার পর খ্রীস্টিয় নববর্ষ উপলক্ষে ভিয়েনা সংলাপে কয়েকদিনের বিরতি দেয়া হয়েছে। বিরতিতে যাওয়ার আগে বাকেরি-কানি সাংবাদিকদের জানান, গত কয়েকদিন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন সংক্রান্ত অষ্টম দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনার মূল বিষয়বস্তু ছিল ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েকদিন প্রতিপক্ষগুলোর সঙ্গে ইরানের বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এসব বিষয়ের অন্যতম ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ইরানের পক্ষ থেকে যাচাই করে দেখার সুযোগ করে দেয়া।
বাকেরি-কানি বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে এবং তাতে তুলনামূলক ভালো অগ্রগতি অর্জিত হয়েছে। কয়েকদিন বিরতির পর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আরো আন্তরিকভাবে আলোচনা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত সোমবার [২৭ ডিসেম্বর] পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপ শুরু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।