বিনোদন ডেস্ক: আলোচিত গান ‘যুবতি রাধে’ নিয়ে আলোচনা এখনো চলছে। বিতর্কের অবসান হওয়ার আগেই এবার কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করল ‘সরলপুর’ ব্যান্ড। পার্থ বড়ুয়ার সঙ্গীতায়োজনে শাওন ও চঞ্চলের কন্ঠে ‘সর্বত মঙ্গল রাধে’ শিরোনামের গানটি হুবহু নকলের অভিযোগ করেছে তারা।
সরলপুর জানায়, বিনা অনুমতিতে ‘যুবতি রাধে’ গানটির ৪২ লাইনের মধ্যে ৩২ লাইন হুবহু মিল পাওয়া গেছে ‘সর্বত মঙ্গল রাধে’ গানটির। সে প্রমাণ সহ গত সোমবার আনুষ্ঠানিক অভিযোগ করেছেন তারা। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ চার বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানার হতে পারে।
এ প্রসঙ্গে ‘সরলপুর’ ব্যান্ডের ভোকাল মার্জিয়া আমিন তুরিন বলেন, ‘আশা করছি দেশীয় ও আন্তর্জাতিক আইন বিবেচনায় গানটির কপিরাইটের বিষয়ে আমাদের যৌক্তিক দাবি কপিরাইট অফিস সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নিবেন। অন্যথায় যেকোন নেতিবাচক সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আমাদের পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।’
‘সরলপুর’ ব্যান্ডের পক্ষে লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার গাজী ফরহাদ রেজা।
তিনি বলেন, ‘বাংলাদেশের কপিরাইট আইন অনুযায়ী গানটির কপিরাইট ইস্যুতে অভিযোগ করার ক্ষেত্রে আইপিডিসির যোগ্যতা ও আইনগত কোন ভিত্তি নেই। গানটির মৌলিকত্ব প্রসঙ্গে সরলপুর তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে, যা এ ধরনের গানের ক্ষেত্রে শুধু আমাদের দেশের আইন নয় আন্তর্জাতিক আইনও সরলপুরকে সমর্থন করছে।’
২০১০ সাল থেকে বাংলাদেশে সংগীত চর্চা করে আসছে ব্যান্ড দল ‘সরলপুর’। ‘যুবতি রাধে’ গানটি তাদের ইউটিউবসহ বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। যার ভিউ এরই মধ্যে মিলিয়ন ছাড়িয়েছে। এছাড়া কনসার্ট ও টেলিভিশন অনুষ্ঠানেও গানটি গেয়েছেন তারা একাধিকবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


