বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় বেশ সরব হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তিনি ইন্সটাগ্রামে একটি ছবি আপলোড করে আবেগতাড়িত একটি ক্যাপশনও দিয়েছেন। তবে কিছুটা রহস্য রয়েই গেছে ইন্সটাগ্রাম পোস্টটিতে।
রহস্যের শুরুটা আরো আগেই। ইন্সটাগ্রামে একটি ভিডিওতে প্রভাকে দেখা গিয়েছিলো এলোচুলে গোসল সেরে কাউকে আই লাভ ইউ বলতে। তবে শতপ্রশ্নের কোন জবাব আসেনি। তিনি বলেননি কে ঐ ব্যক্তি। তবে সরাসরি কিছু না বললেও আকার ইঙ্গিতে প্রভা অনেক কথাই বলেছেন পরবর্তীতে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) আরেকটি ইন্সটাগ্রাম পোস্টে প্রভা লিখেছেন, কারো হাতে হাত রাখার কথা। ছবিটির সঙ্গে প্রভা লিখেছেন, শুধু আমিই জানবো, কেউ একজন আমার হাতটা শক্ত করে ধরেছিল … কেউ একজন আমার সাথে বৃষ্টিতে ভিজেছিল … কেউ একজন আমার কপালের টিপ ঠিক করে দিতো … কেউ একজন আমার চোখের দিকে তাকিয়ে থাকতো … কেউ একজন খুব সকালে ফোন করে আমার ঘুম ভাঙ্গাতো … কেউ একজন ফিশফিশ করে রাতে কথা বলতো!
তিনি লিখেছেন, প্রত্যেকের জীবনে এই কেউ একজন থাকে… কারো কারো ভাগ্য হয় ঐ “কেউ একজন” এর সাথে সারা জীবন থাকার … আর কারো কারো ভাগ্য হয় অন্য কোন একজনের সাথে সারা জীবন থাকার!
প্রভা লেখেন, পৃথিবীর যে কেউ আমার চোখের জলের কারণ হতে পারে … কিন্তু ঐ টুপ করে গড়িয়ে পড়া অশ্রুবিন্দুটা কিন্তু একজনই, একজনের জন্যই … ওটা কখনই কেউ হতে পারে না, পারবে না … টুপ করে গড়িয়ে পড়া অশ্রুটার কথা কেউ জানে না … কেউ না!
https://www.instagram.com/p/B2APeguB_em/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।