জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের আলোচিত সেই ‘লেডি গ্যাং’ লিডার তাহমিনা সওদাগর তমা ওরফে সিমরান সিমিকে (১৬) হেফাজতে নিয়েছে পতেঙ্গা থানা পুলিশ। এবার তার বিরুদ্ধে অভিযোগ এক তরুণীকে শাসানো ও মারধর। শনিবার (১৪ মার্চ) দুপুরে ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। সিমরান সিমি ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার নুরুল ইসলাম কামালের কন্যা। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মুন্সিরহাট এলাকায়।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা থানার নেভাল এলাকায় এক তরুণীকে শাসাচ্ছেন সিমি। ওই তরুণী মাফ চাইলেও বেশ উত্তেজিত দেখা গেছে এই লেডি গ্যাং লিডারকে। একপর্যায়ে সেখানে উপস্থিত থাকা এক তরুণও সিমিকে সঙ্গ দিয়ে ওই তরুণীকে কয়েক দফা চড়-থাপ্পড় দেন। কিন্তু তখনো ক্ষান্ত হননি সিমি। ওই তরুণীকে উদ্দেশ্য করে সিমি বলতে থাকেন- ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না’।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার অপারেশন অফিসার (এসআই) মনিরুল ইসলাম বলেন, ‘সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ ‘ভিডিওটি আগের কি-না, কিংবা এর সঙ্গে কারা জড়িত; সম্পূর্ণ বিষয়টি ত’দন্ত করে দেখা হচ্ছে।’— বলেন তিনি।
এর ৬ মাস আগে বাসায় গিয়ে তরুণীকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় লেডি কিশোর গ্যাং লিডার সিমরান সিমিকে তার অপর দুই সহযোগীসহ আটক করেছিল ইপিজেড থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।