‘১৭ বিয়ে করা’ হিসেবে আলোচিত এবং সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী ফের কেলেঙ্কারিতে জড়ালেন। বুধবার দিবাগত রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় সরকারি কোয়ার্টার থেকে মালামাল সরানোর সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে পুলিশে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রাতের আঁধারে কাশিপুর এলাকার সরকারি বাংলো থেকে তিনি ব্যক্তিগত মালপত্রের সঙ্গে সরকারি মালামালও ট্রাকে তোলেন। পালানোর চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয় এবং ট্রাকসহ তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এসময় সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে কবির হোসেন তাদের হুমকি দেন।
বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালে কবির হোসেন তার কাছে ধার বাবদ প্রায় ৬ লাখ ৯৬ হাজার টাকা নিয়েছিলেন, যা এখনও ফেরত দেননি। স্থানীয় ব্যবসায়ী রুবেল জানান, নগরীর চাঁদমারীতে তার প্রতিষ্ঠান থেকে কাজ করিয়েও ৯ হাজার ৫ টাকা দেননি। এছাড়া ‘ইউনিক থাই গ্লাস অ্যান্ড মেটাল সেন্টার’-এর মালিকের কাছেও তার ১ লাখ ৬১ হাজার টাকা বাকি রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ বলেন, অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে বরখাস্ত বন কর্মকর্তা কবির হোসেন অভিযোগ অস্বীকার করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন, উল্টো হুমকি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।