আলৌকিক ঘটনায় স্তব্ধ দম্পত্তি, ৮ নম্বর সন্তান চেয়ে এক ডজন

সন্তান

জুমবাংলা ডেস্ক:  কোনো পছন্দের জিনিস পাওয়া মানেই আনন্দের ব্যাপার। তাও যদি হয় যে, একের বদলে পাঁচটি!, তাহলেতো কথায় নেই। কে না খুশি হয়। সন্তানধারণের ক্ষেত্রেও কী একই কথা খাটে। অন্তত এই দম্পতির ক্ষেত্রে খাটে। সাত সন্তান তাদের ইতিমধ্যেই ছিল। অষ্টম সন্তান নেয়ার প্রস্তুতি শুরু করেছিলেন তারা। অবশেষে একটির বদলে পাঁচটি ফুটফুটে সন্তান হয়েছে ঐ দম্পতির।

সন্তান

দম্পতির নাম ভিন্স ক্লার্ক এবং ডোমিনিকা। বর্তমানে তারা ১২টি সন্তানের পিতা-মাতা তারা। ভিন্স ব্রিটিশ এবং ডোমিনিকা পোলিশ। রবিবার পোল্যান্ডের ক্রাকোওয়ের ইউনিভার্সিটি হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন ডোমিনিকা। এর মধ্যে তিনটি কন্যা এবং দুইটি পুত্রসন্তান। ডোমিনিকার সন্তান জন্ম দেওয়ার ঘটনাকে আশ্চর্য বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসকেরা। পাঁচ সন্তান এক বারে জন্ম দেওয়ার ঘটনা ঘটার সম্ভাবনা ৫২ লাখে এক বার ঘটে। নবজাতক-জাতিকারা সবাই সুস্থ আছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের ডোমিনিকা বলেন, ‘অষ্টম সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অন্য কিছুই লেখা ছিল কপালে। এখন লটারি কাটলেও হয়তো জিততে পারি আমরা। পোল্যান্ডের সংবাদমাধ্যম সূত্রে খবর, গর্ভধারণে জটিলতা থাকায় গত দশ সপ্তাহ ধরে হাসপাতালেই ভর্তি ছিলেন ডোমিনিকা। তখন বাকি সাত সন্তানকে বাড়িতে সামলাচ্ছিলেন ভিন্স।

বারো সন্তানকে সামলাবেন কী করে? এই প্রশ্নের উত্তরে ভিন্স জানান, তিনি আর ডোমিনিকা মিলে সব সামলে নেবেন। তারা দুইজনেই খুব খুশি। নতুন ভাইবোনদের পেয়ে বাকি সাত সন্তানও খুব খুশি বলে জানিয়েছেন ভিন্স।

সূত্র: আনন্দবাজার

বিশ্বের সবচেয়ে ‘হেভিওয়েট’ ১০ ব্যক্তি