জুমবাংলা ডেস্ক : দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে যত সরকার এসেছে, কোনো সরকারই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। জুলুম-অত্যাচার বন্ধ করতে পারেনি। এমন মন্তব্য করেছেন অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, এই জুলুম-অত্যাচার যদি বন্ধ করতে হয়, তাহলে নির্ভুল আইন দরকার। সেই নির্ভুল আইন কার? আল্লাহর! আল্লাহর আইনে কি কোনো ভুল আছে? না! আল্লাহর যেহেতু কোনো ভুল নেই, তাই আল্লাহর দেওয়া আইনই নির্ভুল আইন।
এই নির্ভুল আইন বাংলাদেশে যেদিন কায়েম হবে, সেদিন বাংলাদেশ থেকে সকল অশান্তি পালিয়ে যাবে। আন্দোলন করে আমরা জালেমকে তাড়াতে পেরেছি, কিন্তু জুলুম কি বাংলাদেশ থেকে চলে গেছে? না, এখনো আছে। মনে রাখবেন, ইসলাম হলো আলো, আর বাকি সবকিছু অন্ধকার।
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আবেদন শুনানি আজ
তিনি আরও বলেন, জুলুমকে তাড়াতে গেলে, এই জায়গায় ইসলামকে আনতে হবে। মানুষের অত্যাচার, নির্যাতন—এগুলো সবই অন্ধকার। বাংলাদেশে যারা ইসলামের পক্ষে কাজ করতে চায়, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই। আমরা ভোটকেন্দ্রে একটি ব্যালট বাক্স রাখতে চাই, যাতে ইসলামের ভোট এক জায়গায় পড়তে পারে।
সবশেষ তিনি বলেন, সেজন্য, আগামী নির্বাচনে আপনাদেরকে বলতে হবে— “আল কোরআনের আলো, জাতীয় সংসদে জ্বালো!”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।