বিনোদন ডেস্ক: ঢাকাই ছবির সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমায় ব্যস্ততা কমিয়ে আপাতত গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। মাঝে মাঝে চলচ্চিত্রের আয়োজনেও তার উপস্থিতি নজর কাড়ে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই নায়িকা।
তবে অনেক দিন পরে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। অনেক দিন পর যখন সিনেমা নিয়ে ব্যস্ত এই নায়িকা, তখন ফেসবুকে আচমকা দেখা গেল এক রহস্যজনক পোস্ট। রবিবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে ‘আমরা আর একসাথে নাই!’ লিখে মাহির ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়া হয়।
তার এমন পোস্টের পর মিডিয়াপাড়ায় শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকেই জানতে চান আবারও বিয়েবিচ্ছেদ হলো মাহিয়া মাহির? কেউ আবার জানতে চেয়েছেন নায়িকার আইডি হ্যাক হলো কি-না?
তবে ফেসবুকে পোস্টটি দেওয়ার আধঘণ্টা পরই তা ডিলেট করে দেন মাহিয়া মাহি। রাত ১০টার দিকে আবারও ফেসবুকে ওই আইডি থেকে আরেকটি পোস্ট দিয়ে জানিয়ে দেওয়া হয় আসলে ঘটেছিল কী।
সেই স্ট্যাটাসে লেখা হয়, ‘কিছুক্ষণ আগে আমি ছাড়াও আমার প্রোফাইল কে যেন লগ ইন করেছিল। জানি না কাকে কাকে টেক্সটও পাঠিয়েছে। কি ভয়ানক!’
তার দেওয়া পোস্টের নিচে তাকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন অনেকেই। ভক্তদের পরামর্শের জবাবে মাহি লেখেন, ‘অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করেছি। আল্লাহ বাঁচাইছে!’
শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মাহি অভিনীত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি মুক্তি পেয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) মুক্তির প্রথম দিনে এই নায়িকা ব্যস্ত ছিলেন ওয়াটার কিংডমের একটি ইভেন্ট নিয়ে। সেখানে বসেই মেয়ে হওয়ার খবরটি ভিডিওতে জানান তিনি।
প্রসঙ্গত, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। যেখানে তরুণ নায়ক আদর আজাদ ও শিপন মিত্রের সঙ্গে অভিনয় করেছেন মাহি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।