বিনোদন ডেস্ক : তেলুগু ইন্ডাস্ট্রির পর একক নায়িকা হিসেবে ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে মেঘলা মুক্তার। ২৩ ডিসেম্বর তার অভিনীত ছবি ‘পায়ের ছাপ’ মুক্তি পেতে যাচ্ছে। সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে এই ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর।
এর আগে ২০১৯ সালে ১ ফেব্রুয়ারি ভারতের ১৫০ সিনেমা হলে মুক্তি পেয়েছিল মেঘলার প্রথম তেলেগু ছবি ‘সাকালাকালা ভাল্লাভুডু’। শিবা গণেশ পরিচালিত ছবিতে মেঘলার নায়ক ছিলেন তানিশক রেড্ডি। ওই ছবির সুবাদে সেখানে যাতায়াত ও পরিচিত হন তিনি।
আগামীতে আরও দক্ষিণী ছবি করবেন বলে জানান মেঘলা। বললেন, কোভিড না এলে এতদিন আরও দুটো সিনেমা হয়তো করে ফেলতাম। কথা হয়ে আছে, আগামীতে সেখানে কাজ করবো।
বাংলা ছবি ‘পায়ের ছাপ’ মূলত নারীর ক্ষমতায়ন ও এগিয়ে যাওয়ার গল্পে নির্মিত। সমাজে একজন নারী স্বপ্ন দেখেন, সেটি বাস্তবায়ন করার গল্পই ‘পায়ের ছাপ’।
মেঘলা জানান, সাধারণ ঘরের একজন নারী স্বপ্ন দেখতে ভয় পায়। সেই ভয়কে জয় করে স্বপ্ন বাস্তবায়ন করা এবং পুরুষ শাসিত সমাজে টক্কর দিয়ে চমৎকার একটি জার্নির গল্প উঠে এসেছে পায়ের ছাপ-এ।
ছবির মুক্তি উপলক্ষে প্রচারণায় সময় দিচ্ছেন তিনি। কদিন আগে চ্যানেল আইতে এসেছিলেন ফটোশুটে অংশ নিতে। সেখানে মেঘলাকে জিজ্ঞেস করা হয় আগামীতে যেহেতু আবার দক্ষিণী ছবিতে অভিনয় করবেন, সেখানে আপনার পছন্দের নায়ক কে?
মেঘলা বলেন, সেখানকার প্রতিটি আর্টিস্টের সঙ্গে কাজ করতে চাই। বিশেষভাবে আমি আল্লু অর্জুনের অনেক বড় ফ্যান। সেখানে থাকাকালীন তার ছবির ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি। তার সঙ্গে যদি কখনও কাজের সুযোগ পাই অবশ্যই তার নায়িকা হতে চাই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করবো।
মেঘলা বলেন, সাউথে প্রতিটি স্টারের ফ্যান ফলোয়ার্স অনেক বেশী। একজন ঘিরে ফ্যান থাকে না। দর্শকরা সবাই সবার ছবি দেখেন। সব বয়সী দর্শক হলে আসেন। একাধিক স্টার নিয়ে মাতামাতি হয়। তবে দেখেছি আল্লু অর্জুন স্টাইলের কারণে তাকে স্টাইলিশ স্টার বলা হয়। আমি নিজেও তার অভিনয়ের পাশাপাশি ডান্স ও স্টাইলের ফ্যান।
প্রথম ছবি মুক্তির অভিজ্ঞতা জানিয়ে মেঘলা মুক্তা বলেন, দেড়শো হলগুলোতে আমার ছবি ভালো চলেছিল। আমি সেখানে নতুন হলেও স্ক্রিনে এলে দর্শক তালি সিটি বাজাতো, তালি দিতো। এই ভালো লাগাটা বলে বোঝানো যাবে না। প্রথম ছবিতে দর্শক আমাকে যেভাবে গ্রহণ করেছেন, আশা রাখি সামনের কাজে আরও ভালোভাবে গ্রহণ করবেন।
মেঘলা জানান, তেলুগু দর্শকদের নিয়মিত অভ্যাস সব সিনেমাই তারা হলে গিয়ে দেখেন। বললেন, এমনও হয়েছে রাতে শো-তেও দর্শক পূর্ণ ছিল। বিশেষ করে তেলুগুর রুরাল অঞ্চলেও ভালো চলেছিল। খুব ভালো প্রতিক্রিয়া পেয়েছি। সাউথে প্রথম ছবি হিসেবে অনেক বড় পাওয়া।
তেলুগু ছবির জন্য মেঘলাকে ওই ভাষা শিখতে হয়েছিল। তিনি বলেন, ভাষা নিয়ে সেখানে ওয়ার্কশপ করেছি। রাত জেগে তেলুগু ভাষা শিখতে অনেক কষ্ট করতে হয়েছে। আর শট দেয়ার আগে আমাকে অনুশীলন করানো হয়েছে। অনুশীলন মানুষকে পারফেক্ট করে। আমি অনুশীলন করতে করতে শিখেছি। আমার প্রথম ছবির সঙ্গে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকেই আমাকে হেল্প করেছিলেন। সামনের কাজে হয়তো আরও ভালো করতে পারবো।
‘পায়ের ছাপ’ ছাড়াও মেঘলার আরেকটি ছবি ‘কাঠগোলাপ’ বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। অপূর্ণ রুবেলের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন সাজ্জাদ খান।-চ্যানেল আই।
ছবি: মনজু আলম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।